গাজায় চলমান ইসরাইলি হামলায় যুক্তরাষ্টের সমর্থন জানানোর প্রতিবাদে মরিয়ম হাসনাইন নামে দেশটির এক কর্মকর্তা পদত্যাগ করেছেন। বাইডেনের গাজা নীতির প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার (২ জুলাই) তিনি পদত্যাগ করেন।
বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মরিয়ম হাসনাইন মার্কিন স্বরাষ্ট্র বিভাগের বিশেষ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পদত্যাগের সময় তিনি বাইডেনের পররাষ্ট্র নীতির কঠোর সমালোচনা করে একে ‘গণহত্যায় সক্ষম’ এবং ‘আরব ও মুসলিমদের জন্য অমানবিক’ বলে উল্লেখ করেন।
গত বছরের অক্টোবর মাস থেকে ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আসছে, এবং এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে। বাইডেন প্রশাসনের এই সমর্থনের কারণে ইতোমধ্যেই বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগ করলেন মরিয়ম হাসনাইন।
এর আগে, জুন মাসের শেষের দিকে মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা অ্যান্ড্রু মিলার এবং মে মাসে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা স্টেসি গিলবার্ট বাইডেনের ইসরাইল নীতির প্রতিবাদে পদত্যাগ করেন। একই মাসে লিলি গ্রিনবার্গ কল নামে এক কর্মকর্তা পদত্যাগ করেন। এর আগেও আরও বেশ কয়েকজন কর্মকর্তা চলমান গাজা যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন।
এমবি/এসএ/দীপ্ত সংবাদ