ফিলিস্তিনের গাজায় টানা বিমান হামলার মধ্যেই এবার স্থল হামলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এক টেলিভিশন বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। তবে কবে হামলা শুরু হবে এ বিষয়ে কিছু বলেননি।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল–ফিলিস্তিন সম্পর্ক ৭ অক্টোবরের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোন সম্ভাবনা নেই। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের গাজা নিয়ে মন্তব্যের জেরে ইসরায়েলের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন তিনি।
প্রায় দুই সপ্তাহের ইসরায়েলি আগ্রাসনে গাজায় সাড়ে ছয় হাজার মানুষের প্রাণ গেছে। এরমধ্যে বার্তা সংস্থা আল জাজিরার এক সাংবাদিকের স্ত্রী সন্তানও রয়েছে।
গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চীমতীরেও হামলা চালাচ্ছে তেল আবিব।
এসএ/দীপ্ত নিউজ