ফিলিস্তিনের গাজায় ইসরাইলের পদাতিক বাহিনী ট্যাংকের ছত্রছায়ায় স্থল অভিযান শুরু হয়েছে। হামাস যোদ্ধাদের ‘নির্মূল’ করাই এই অভিযানের মূল লক্ষ্য।
শুক্রবার (১৪ অক্টোবর) পদাতিক ও ট্যাঙ্ক বাহিনী গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেসামরিক লোকজন গাজায় ফিরতে পারবে না বলে জানান ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র।
এর আগে গাজা থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ বাসিন্দাকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু হামাস লোকজনকে গাজা ছাড়তে না করেছে। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আর হামাসের হামলার ইসরাইলে কমপক্ষে এক হাজার ৩০০ জন নিহত হয়েছে।
আল/ দীপ্ত সংবাদ