ইসরাইলকে গাজায় বেসামরিক মানুষ হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শনিবার (১১ নভেম্বর) প্রকাশিত গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।
রাজধানী প্যারিসে এলিসি প্রাসাদে একটি আন্তর্জাতিক শান্তি ফোরামের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলকে অবশ্যই গাজায় বোমাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। গাজায় বোমা হামলার ‘কোনো যুক্তি নেই’ বলেও মন্তব্য করেন তিনি।
ইসরাইলকে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি হামাসের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধেও ‘স্পষ্টভাবে নিন্দা’ করছে ফ্রান্স।
ইতোমধ্যে গাজায় ইসরাইলের আগ্রাসনের এক মাস পেরিয়ে গেছে। তবু থেমে নেই যুদ্ধ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজা ও পশ্চিম তীরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ২০৮ এ।
এসএ/দীপ্ত নিউজ