যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, গাজার বিভিন্ন এলাকায় বোমা হামলার বিকট শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে উত্তর–পশ্চিম গাজায় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। পাশাপাশি তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে, যুদ্ধবিরতির অংশ হিসেবে সপ্তম দফায় ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। বিপরীতে হামাস মুক্তি দিয়েছে আরও ৮ বন্দিকে।
যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইসরায়েল সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
এসএ/দীপ্ত নিউজ