অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে চলছে ইসরায়েলের হামলা। গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা অন্তত ৯ হাজার ৬১ বলে জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতজুড়েই জাবালিয়া, বুরেজি, বেইত লাহিয়া ও গাজা শহরের পাশে অবস্থিত আল–জায়তুন এবং তাল আল–হাওয়ায় চলেছে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) স্থল ও বিমান হামলা। লাগাতার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা।
মন্ত্রণালয় জানায়, গত ৮ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট ৯ হাজার ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৩ হাজার ৭৬০। হামলায় আহতদের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গেছে।
মিসর বলেছে, তারা সাত হাজার বিদেশিকে সরিয়ে নেবে। এদিকে গাজায় এখনো ২০ হাজারের বেশি আহত মানুষ আটকে রয়েছেন। অবরোধের কারণে এসব মানুষ ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থীশিবিরে পরপর দুই দিনে ইসরায়েলের চালানো বোমা হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১২০ জন।
এসব হামলায় প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে গাজাবাসী, হচ্ছে গুরুতর আহত। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। আহত হয়েছে ২৩ হাজারেরও বেশি। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ