গাজার রাফায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। এরমধ্যেই খান ইউনিসে আয়োজন করা হয়েছে গণবিয়ের। অস্থায়ী ক্যাম্পেই জীবন শুরু করেছেন নতুন দম্পতিরা।
চারপাশে শুধু প্রিয়জন হারানোর সংবাদ। কান্না আহাজারিতে বাতাস ভারি হয়ে আছে গাজার। কিন্তু এরইমাঝে সামান্য স্বস্তি খুঁজে নিতে, সম্প্রতি গাজার এক ক্যাম্পে আয়োজন করা হয় গণবিয়ের।
গাজার দক্ষিণের শরণার্থী শিবির খান ইউনিসে, গাঁটছড়া বাঁধে ৫ জোড়া তরুণ–তরুণী
সেখানকার এক বাসিন্দা বলেন, ‘অনেকদিন পর ক্যাম্পে সবাই হাসছে, আনন্দ করছে। এ জন্যই এ আয়োজন। গাজাবাসী ভুলেই গেছে বেঁচে থাকা কী। আজকের আয়োজন শুধু এই দম্পতিদেরই নয়, ছোট বড় সবাইকে আনন্দ দিয়েছে।’
৩ মাস আগে ইসরায়েলের বিমান হামলায় পা হারিয়েছেন সাইদ মোহাম্মদ। এবার স্ত্রীকে নিয়ে নতুন করে জীবন গোছাতে চান সাইদ।
তিনি বলেন, ‘যুদ্ধের আগে আমার বাগদান হয়। কিন্তু হামলা শুরুর পর, ঘর ছেড়ে ক্যাম্পে চলে আসি। কতদিন বাঁচতে পারব জানি না, তাই যে কয়দিন আছি স্ত্রীকে নিয়ে একসাথে থাকতে চাই।’
হামাস নির্মূলে টানা ৮ মাস ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে প্রাণ হারাচ্ছেন নিরীহ গাজাবাসী।
আল / দীপ্ত সংবাদ