ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা ও নারী, শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসল্লিরা।
শুক্রবার (১৩ অক্টোবর) পাবনা ওলামা মাশায়েকের ব্যানারেবাদ জুমা পাবনা শহরের চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের চারা মাথা মোড় হয়ে ট্রাফিক মোড় দিয়ে আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। এ সময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ট্রাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নির্বিচার বোমা হামলা হরে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দেয়। এর চেয়ে নির্লজ্জ ভন্ডামি আর কিছু নেই।’
ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে চাই। আমাদের জীবন দিয়ে হলেও স্বাধীন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেমকে মুক্ত করে তার পবিত্রতা রক্ষা করবো।’
শামসুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ