আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–৫ আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে, আগামী ৭ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণ হচ্ছে না।
ভোটের একদিন আগে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
এর আগে, গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার।
আগামী রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নওগাঁ–২ আসনে একজন প্রার্থী মারা যাওয়া ২৯৯ আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এবার গাইবান্ধা–৫ আসনেও ভোটগ্রহণ স্থগিত করা হলো।
এর আগে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) নওগাঁ–২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচন স্থগিত করে ইসি। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা যাওয়ায় নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত করা হয়
এরইমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালিয়েছেন। এখন ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোট দেওয়ার।
এসএ/দীপ্ত নিউজ