গাইবান্ধায় জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের রংপুর বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক খোরশেদ আলমসহ অন্যরা।
বক্তারা বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য রাখতে বৃক্ষ রোপন অতি প্রয়োজনীয়। দেশকে সবুজায়নের মাধ্যমে গড়ে তুলতে বৃক্ষ রোপনের কোনো বিকল্প নাই। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মানুষকে বৃক্ষরোপনে আগ্রহী করতে এই বৃক্ষমেলা ব্যাপক ভুমিকা রাখবে।
আলোচনা শেষে মেলার স্টলগুল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। মেলায় ৩৫টি স্টল বসেছে। স্টল গুলোতে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছ রয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ