গাইবান্ধা জেলা পরিসংখ্যান অধিফতরের উদ্যোগে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২ মে) স্যাম্পল ভাইটাল ইন ডিজিটাল প্লাটফর্ম প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্থানীয় রেজিস্টার ও সুপারভাইজারদের দুদিনব্যাপি রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। প্রশিক্ষণে স্থানীয় রেজিস্টার ৩১ জন ও সুপারভাইজার ৭ জন অংশগ্রহণ করেন।
চেম্বার ভবন মিলনায়তনে জেলা পরিসংখ্যান অধিদফতরের উপ–পরিচালক মো. এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ–পরিচালক মো. মিরাজুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফারুক হোসাইন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ক্ষুধা দারিদ্রমুক্ত আধুনিক তথ্য ও প্রযুক্তি মেধা নির্ভর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
এমি/দীপ্ত সংরাদ