‘ভালো মানুষ ভালো, দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। রবিবার (২১ মে) ভোর ৬টায় মানুষের মাঝে দেশপ্রেম ও মেডিটেশন চর্চাকে বিস্তৃত করতে সারাদেশের মতো স্থানীয় পৌরপার্কে কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেলের উদ্যোগে একটি বিশেষ মেডিটেশন সেশনের আয়োজন করা হয়।
শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে প্রাণায়াম বা দমচর্চা, প্রত্যয়ন পাঠ ও মেডিটেশন চর্চা করে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্গানিয়ার ইউসুফ কামাল ইমরুল।
২০২১ সাল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন দিবসটি উদযাপন করে আসছে। শারীরিক মানসিক সামাজিক ও আত্মিকভাবে ফিট থাকতে মেডিটেশনের কোন বিকল্প নেই। তাই মেডিটেশন চর্চার ভিতর দিয়ে সুস্থতা ও প্রশান্তির বাণী ছড়িয়ে দেয়ার প্রত্যাশা সবার। সস্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর যোগ–মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভূক্ত করেছে।
ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ