গাইবান্ধায় খাবার খেয়ে এক মাদ্রাসার ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার(৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে একে একে ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেছে কর্তৃপক্ষ।
ছাত্ররা জানান, এই মাদ্রাসায় আবাসিক ব্যবস্থায় থেকে দুই শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে। রাতে সবাই এক সঙ্গে ডাল, আলু ও শিম ভাজি দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে তারা। সকালে তাদের মধ্যে ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে।
অসুস্থরা হলো– মো. ইসলাফিল (২৭), সাদ্দাম হোসেন (১১), জোবায়ের (১২), সাজ্জাদ (১১), হোসাইন (১২), হাসান (১১), মমিনুল (১২), নিরব (১৩), মিজান (১১), সামিউল (১৩), রশিদ (১১), জনি (২০)। বাকি চার জনের নাম পাওয়া যায়নি।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খানম ফান্না সাদিকা জানান, মাদ্রাসায় খাবার খেয়ে তাদের সবার ফুড পয়জনিং হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ