সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় বেড়েছে ভ্যাপসা গরম। বৃষ্টিপাত না হওয়ায় তাপে হাঁসফাঁস জনজীবন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
লঘুচাপ হলে শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বাড়তে পারে বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস নেত্রকোনায় রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া অন্যান্য স্থানেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আল/ দীপ্ত সংবাদ