সারাদেশে দাবদহ চলছে সাথে তীব্র গরমে হাঁসফাঁস করছিল জনজীবন। টানা ১ মাস ধরেই ছিল গ্রীষ্মের উষ্ণতা।
বুধবার ( ১ মে ) রাত আড়াইটার দিকে বরগুনায় হঠাৎ বৃষ্টির দেখা মিলেছে। এতে তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে মধ্যে স্বস্তি ফিরেছে। সোশ্যাল মিডিয়ায়ও দেখা গেছে মানুষের স্বস্তিমূলক পোস্ট। এ যেন আল্লাহর রহমতের বৃষ্টি।
বৈশাখের এই প্রথম কালবৈশাখী ঝড় ও বজ্রপাত। সঙ্গে বাড়তে থাকে বাতাসের গতি। মুহূর্তে যেন শীতলতা ছড়িয়ে পড়ে। তবে বজ্রপাতের তুলনায় বৃষ্টি ততটা হয়নি। ঝড় থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল ১৫ থেকে ২০ মিনিটি। যতটুকুই বৃষ্টি হয়েছে এতে কৃষকের মুখে ফুটেছে হাসি।
শাহ্/ সুপ্তি/ দীপ্ত সংবাদ