সড়কে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘন্টার মধ্যে সারা দেশে নিহত হয়েছেন ২০ জন। আহত হয়েছেন অন্তত ৬০ জন।
শুক্রবার (৭ জুলাই) মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রী বহনকারী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। রাত ১১ টায় সিলেটের জৈন্তাপুরে তামাবিল সড়কের দরবস্ত এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। সন্ধ্যায় যশোর সদরের লেবুতলা তেতুলতলা এলাকায় যশোর–মাগুরা মহাসড়কে বাস চাপায় একই পরিবারের ৫ জনসহ, ইজিবাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন। আর বিকেলে টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
নিহতের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৩ জন, সিলেটের জৈন্তাপুরের ৫ জন, যশোরের ৭ জন, টাঙ্গাইলের ৫ জন।
মহাসড়কে বাস দুর্ঘটনা বাড়ছে। বেপরোয়া গতি, বিপদজনক ওভারটেকিং, চালকের বেপরোয়া, মনোভাব চালকের অদক্ষতার মতো বিভিন্ন কারণে দুর্ঘটনা বেশী ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ণিমা/ দীপ্ত সংবাদ