২২
দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩১ জন।
সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ৮ জনসহ এবছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৫৬ জন।
এদিকে ময়মনসিংহে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৮ জন। দক্ষিণের জেলা পিরোজপুরে মশাবাহিত এই রোগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন।
এছাড়া মানিকগঞ্জে ৪১ জন, বরগুনায় ৩৫, সাভারে ৩০, টাঙ্গাইলে ৪৯ ও পটুয়াখালীতে ৬৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ