গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, দেশকে গত ১৫–১৬ বছরে ব্যাপক হারে দেশের সম্পদ বিদেশে আত্মসাত–পাচার হয়েছে। এখন এই সরকারের উচিত সেই টাকা দেশে ফেরত আনা, যাদের কাছে জমা আছে তা বাজেয়াপ্ত করা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত গণ–অভ্যুত্থান ও গনআকাঙ্ক্ষার প্রেক্ষিতে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বরিশাল জেলা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, মেধার প্রশ্ন না তুলে জাতি ধর্ম বর্ণ নিবির্শেষে সব ছেলেমেয়েকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বুনিয়াদি শিক্ষা নিশ্চিত করতে হবে। স্কুল কলেজ ছাত্র, শিক্ষক সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা এমন এক নতুন প্রজন্ম পাবো তারা দেশের জন্য উন্নত জনশক্তি মেধা শক্তির একটা শর্ত পূরণ করবে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভর সভাপতিত্বে আরও বক্তৃতা দেন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি, স্টুডেন্ট এক্টিভিস্ট সাইদুল হক নিশান, ববির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রায়, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, অ্যাডভোকেট তপংকর চক্রবর্তী প্রমুখ।
মর্তুজা/আল