গত ঈদের চেয়ে এবারের ঈদ যাত্রা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (২৩ জুন) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক বলেন, গতবার মহাসড়কে শুধু ঘরে ফেরার যাত্রীরা ছিলেন। এবার যাত্রীদের সাথে রয়েছে পশুবাহী যানবাহন এবং ফলবাহী যানবাহন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে একসাথে কাজ করছে।‘
এসময় তার সঙ্গে হাইওয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন, গাজীপুর পুলিশ কমিশনার মাহবুব আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, টঙ্গী ব্রিজ হতে রাজেন্দ্রপুর অংশে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় ৫০–৬০ হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।
এছাড়াও, অন্যান্য মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বিপুল সংখ্যক গণপরিবহন ও পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল করে। এ অবস্থায় মহাসড়কে যানজট নিরসনে বিপুল সংখ্যক অটোরিকশা, ইঞ্জিন বিহীন যানবাহন আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়েছে। এতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যানজট অনেকাংশে কমে গেছে।
এছাড়া টঙ্গীর কলেজ গেইট থেকে হাউজবিল্ডিং পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে।
মো: জাহাঙ্গীর আলম/এলএস/দীপ্ত নিউজ