গণতন্ত্র রক্ষায় যেকোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করা বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানী আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি।
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে দেশ ভয়েস অব দ্য নেশন।
তিনি বলেন, স্থানীয় নয় অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন বাদ দিয়ে অন্য কোনো কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না।
বিএনপি এই নেতা আরও বলেন, নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এহসানুল হক হুদা, ইথুন বাবু, আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।
এসএ