বাংলাদেশে ২০২৪ এর জুলাইয়ে গণ–অভ্যুত্থান দমন অভিযানে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই।
গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া অডিওটিতে হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো। যেখানে পাবে, গুলি করবে।
বিবিসির তথ্যমতে, বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসি এই কলটি রেকর্ড করেছিল। কলটি হাসিনার ঢাকার বাসভবন গণভবন থেকে ১৮ জুলাই করা হয়। বিবিসি ও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট কলটির প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে, এটি কৃত্রিম নয় এবং কোনোভাবেই কাটাছেঁড়া বা পরিবর্তন করা হয়নি। বিবিসি আরও জানিয়েছে, ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে অন্তত ৫২ জন নিহত হয়।
অন্যদিকে জাতিসংঘের তদন্ত অনুযায়ী, গত বছরের বিক্ষোভে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারান।
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে পালিয়ে বর্তমানে ভারতে আশ্রিত হাসিনা ও তার দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।