সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির প্রথম দিনই অনুশীলন মাঠে উপস্থিত হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সোমবার (৫ জুন) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত জাতীয় দলের অনুশীলন প্রায় পুরোটাই দেখেছেন বাফুফে সভাপতি। দেখার পর তাদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
এসময় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘আজ খেলোয়াড়দের প্রথম অনুশীলন ছিল, তাই দেখতে গিয়েছিলাম।’ আমি তাদেরকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছি। বলেছি মানসিকভাবে স্ট্রং থাকতে। তোমরা খেলবা, খেলার আগেই হেরে যাবা না’।
তিনি বলেছেন, ‘আমি এখানে এসেছিলাম খেলোয়াড়দের বলতে যে, ৯০ মিনিট পর খেলার ফলাফল হয়। হয় জিতবে, নয় হারবে, কিন্তু মাঠে যাবে জয়ের জন্যই। ওরা গোটা মৌসুম লিগ খেলেছে, টপ ফর্মে আছে। যে কন্ডিশন আমি খেলোয়াড়দের দেখছি, আমরা একটা ভালো সাফ চ্যাম্পিয়নশিপ কাটাবো। তবে এটা ঠিক, বাইরে দাঁড়িয়ে সভাপতি হিসেবে আমি যা করতে পারি, তা হলো তাদের অনুপ্রাণিত করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সাহায্য করা। আমি তো গিয়ে খেলে দিতে পারব না! সেটা তাদের করতে হবে।’
আল/দীপ্ত সংবাদ