পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রথমবারের মতো খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
এদিকে পুনর্মিলনীতে পুরনো বন্ধু পেয়ে নাচে গানে মেতে ওঠে সাবেক শিক্ষার্থীরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রথম পুনর্মিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রথম পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্য সচিব রেজাউল করিম বাবলাসহ উদযাপন পর্ষদের সদস্যরা।
পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের প্রায় ১২০০ সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনভর বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, বৃক্ষ রোপণ, স্মৃতিচারন অনুষ্ঠান, অ্যালমানাই গঠন, ফানুস উৎসব, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং র্যাফেল ড্রসহ নানা আয়োজনে পুনর্মিলনী উদযাপন করে শিক্ষার্থীরা।
মো. ইমরান/ এজে/ দীপ্ত সংবাদ