মাথায় লাল কাপড় বেঁধে নয় দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে শিববাড়ি মোড়ে জড়ো হন। এসময় তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হলে শিক্ষার্থীরা সড়কে বসে পড়েন।
এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বেলা দেড়টার দিকে কয়েকজন শিক্ষার্থীকে সড়কের উপরে যোহরের নামাজ আদায় করতে দেখা যায়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে যোগ দেয়। এসময় শিক্ষার্থীরা গণমাধ্যমের সামনে তাদের দাবি তুলে ধরেন।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিববাড়ি মোড়ে সাজোয়া যান, জলকামান নিয়ে অবস্থান করছে পুলিশ। বিজিবির সদস্যরাও অবস্থান নেয়।
খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়কারী শেখ রাফসান বলেন, আমাদের ৯ দফা দাবি না আদায় পর্যন্ত রাজপথে থাকব। নিহত ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারব না।
বেলা দুইটার দিকে পুলিশ কমিশনার মোজাম্মেল হক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের স্থান ত্যাগ করতে বলেন। পরে শিক্ষার্থীরা আজকের তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করে শিববাড়ী মোড় ত্যাগ করে।
পুলিশ কমিশনরা মোজাম্মেল হক জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। তাদের অনুরোধ করলে তারা সড়ক ছেড়ে দেয়। সরকার তাদের দাবি মেনে নিয়েছে। বুধবার থেকে তাদেরকে খুলনায় কোনো অবস্থান নিতে দেয়া হবে না।
ইয়াসীন আরাফাত/এজে/দীপ্ত সংবাদ