খুলনার ফুলতলায় ভাতিজা কুতুব উদ্দিন এর ধারালো অস্ত্রের আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৮) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী পুষ্পা ও ছেলে মিরাজ আহত হয়েছেন।
বুধবার (১০ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে খুলনার ফুলতলা উপজেলাধীন খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হামলাকারী কুতুবুদ্দিনের বাবা শরিফুল ইসলামের জীবদ্দশায় পৈত্রিক জায়গা জমির কাগজপত্র শেখ মুজিবুর রহমানের হেফাজতে রেখেছিলেন। ওই কাগজপত্র বিভিন্ন সময়ে ফেরত চাইলেও নিহত মুজিবুর রহমান তা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে।
জমি জায়গার কাগজপত্র ফেরত না পেয়ে তাদের মধ্যে প্রায় বাকবিতন্ডা হত। বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচার উপর ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে আক্রমণ করে কুতুবউদ্দিন। সেই অস্ত্রের আঘাতে চাচার মৃত্যু হয়। এ সময় মুজিবুর রহমানকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী এবং সন্তান এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে আহত করা হয়।
ফুলতলা থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নিহত মুজিবুর রহমানের লাশ বর্তমানে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুরুতর আহত পুষ্পা বেগম এবং মিরাজ শেখকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার পর পরই সে পালিয়ে গেছে কুতুবউদ্দিন। এ ঘটনাই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইয়াসীন/ আল / দীপ্ত সংবাদ