খুলনায় বৈশাখের আগেই দেখা মিলল বছরের প্রথম কালবৈশাখীর। প্রথম বৃষ্টিপাত খুলনার তরমুজ চাষিদের জন্য নিয়ে এসেছে আশীর্বাদ। জেলার বটিয়াঘাটা, ডুমুরিয়া, দাকোপ, কয়রা, পাইকগাছা, তেরখাদা উপজেলার তরমুজ চাষিরা বৃষ্টি পাওয়ায় ভীষণ খুশি।
শুক্রবার (১৭ মার্চ) সকালে বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের তরমুজ চাষি ও ইউপি সদস্য ফরিদ রানা বলেন, গতবারের ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম তরমুজ চাষ করেছি। ক্ষণিকের বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
দাকোপ উপজেলার তরমুজ চাষি আজগর ছাব্বির বলেন, গতবার দেরিতে তরমুজ লাগানোতে ক্ষতির সম্মুখিন হয়েছি। এবার একটু আগে তরমুজ বীজ লাগিয়েছি। তবে পানির অভাবে ফলন নিয়ে চিন্তিত ছিলাম। আজ বৃষ্টি হওয়ায় হাফ ছেড়ে বাঁচলাম।
খুলনা আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত খুলনায় হালকা কালবৈশাখী ঝড় বৃষ্টি বয়ে গেছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাঁচ মিলিমিটার। আগামী ৩–৪ দিন এরকম বৃষ্টি হতে পারে।
যূথী/ দীপ্ত সংবাদ