বিজ্ঞাপন
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

খুলনায় ওয়ালটন ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর আনন্দ র‌্যালি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদ উৎসব’ উপলক্ষে খুলনায় দেশের অন্যতম ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন২২’এর ‘আবারও মিলিয়নেয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দেশব্যাপী আনন্দ র‍্যালি করেছে ওয়ালটন। দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে দেওয়া হয়েছে ফ্রি চিকিৎসাসেবা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ মে) সকালে খুলনা নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে এক ‘আনন্দ র‍্যালি’ বের করা হয়। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেইনের ‘আনন্দ র‍্যালি এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প’এর উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম। সেসময় আরও যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।

আনন্দ র‍্যালিটি মহানগরীর শিববাড়ী মোড় প্রদক্ষিণ করে গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়। র‍্যালিতে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, অর্ধশতাধিক ক্ষুদে ক্রিকেটার, ওয়ালটনের বিভিন্ন প্রোডাক্টের চিফ বিজনেস অফিসারগণসহ খুলনা জোনের আওতাধীন তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

আনন্দ র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। আমরা চাই ক্রেতাদের মাঝে সেই আনন্দ ছড়িয়ে দিতে। এরই পরিপ্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনে মিলিয়নেয়ারসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে অসংখ্য ক্রেতার জীবনে সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ্য হতে পেরেছে ওয়ালটন। ইতোমধ্যেই অনেক ক্রেতা ওয়ালটন পণ্য কিনে মিলিয়নেয়ার হয়েছেন। অনেক ক্রেতা লাখপতি হয়েছেন। অসংখ্য ক্রেতা পেয়েছেন বিভিন্ন পুরস্কার। ডিজিটাল ক্যাম্পেইনের এই আনন্দময় বার্তা সবার কাছে পৌঁছে দিতে একযোগে দেশব্যাপী বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ক্রেতাসাধারণসহ সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তিনি বলেন ‘কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’র মাধ্যমে ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা বছরজুড়েই ক্রেতাসাধারণের জন্য নানাবিধ বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। এটা ক্রেতাদের জন্য আমাদের দায়িত্বশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

র‍্যালি শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে দেশে তৈরি পণ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। এতে দেশের অর্থ দেশে থাকবে। দেশীয় শিল্পের টেকসই বিকাশের সঙ্গে তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। ওয়ালটন আমাদের সবার গর্ব। দেশের সীমানা পেরিয়ে ওয়ালটন পণ্য এখন বিশ্বের বহু দেশে রফতানি হচ্ছে।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন২২ এর আওতায় দেশের যেকোনও ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা ‘আবারও মিলিয়নেয়ার’ অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ রয়েছে নিশ্চিত পুরস্কার। ঈদ উপলক্ষে ওয়ালটন বাজারে ছেড়েছে আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন সাত মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More