বিজ্ঞাপন
রবিবার, জুলাই ২০, ২০২৫
রবিবার, জুলাই ২০, ২০২৫

‘খুঁজি তোমায়’ পলাশ নূরের সঙ্গে হামিন আহমেদের নতুন গান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশ নূর হাজির হলেন তার নতুন একক গান ‘খুঁজি তোমায়’ নিয়ে। গানটিতে অসাধারন গায়কী এবং গিটারবাদন নিয়ে যুক্ত হয়েছেন কিংবদন্তি হামিন আহমেদ। গানটির সঙ্গে ড্রামস বাজিয়েছেন জনপ্রিয় ড্রামার সৈয়দ জিয়াউর রহমান তুর্য।

বৃহস্পতিবার (১৭ জুলাই) তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা মিউজিক স্টোরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গান এবং মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক গাজী শুভ্র। খুঁজি তোমায়গানটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে মিউজিক লেবেল প্রতিষ্ঠান ‘রুটনোট প্রোডাকশনস্’। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বাংলাদেশ এবং দেশের বাইরের সঙ্গীতশিল্পীদের মধ্যে কোলাবরেশনের মাধ্যমে বিশ্বমানের সঙ্গীত উপস্থানপন করা।

গানটি নিয়ে পলাশ নূর বলেন, “সঙ্গীত মানেই ভাগ করে নেওয়া আর সেখান থেকেই এই যাত্রার শুরু। আমি একটি গান তৈরি করলাম, আর শেয়ার করলাম তাদের সঙ্গে, যাদের আমি সব সময় শ্রদ্ধা করে এসেছি। আর তারপরই ঘটলো এক দুর্দান্ত জাদু। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি হামিন আহমেদ এবং অসাধারণ প্রতিভাধর সৈয়দ জিয়াউর রহমান তুর্য তাদের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশাল আশীর্বাদ। আর এই গানের ভিডিওকে জীবন্ত করে তুলেছেন দেশের অন্যতম সেরা ভিডিও নির্মাতা গাজী শুভ্র। এই গানটি শুধু একটি সুর নয়; এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরনো ও নতুনের সেতুবন্ধন একটি নতুন সঙ্গীতধারার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া”।

রুটনোট প্রোডাকশনস্ এর পরিচালক ইমরান আসিফ বলেন, “সাধারণ একজন সঙ্গীতপ্রিয় শ্রোতা হিসেবেই ৩ মাস আগে গানটার ডেমো শুনে মনে হয়েছিল এটার একটা যথাযথ প্রযোজনা হওয়া উচিত। সেটা পলাশকে বলি আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই এবং তারপর তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাঁদের নিজ স্বকীয়তা যোগ করতে। মিউজিক ভিডিওর জন্য আমাদের একমাত্র পছন্দ ছিল শুভ্র ভাইকে, ওনাকেও অনুরোধ করায় রাজি হলেন। সেখান থেকেই আজকের এই গান ও ভিডিওর প্রকাশ অনুষ্ঠান। গানটিতে হামিন ভাইয়ের গায়কী ও অসাধারণ গীটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে। এটার প্রযোজনা করতে গিয়ে রুটনোট প্রোডাকশনস্ নামের মিউজিক লেবেল কোম্পানিটাও ঘটনাচক্রে প্রতিষ্ঠা করা হলো। আশা রাখি রুটনোট ভবিষ্যতে আরও অসাধারণ প্রযোজনায় যুক্ত হবে”।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More