সাতক্ষীরার আশাশুনিতে চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে খাজরা ইউনিয়নের ফটিকখালীতে এই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিবপদ মন্ডল।
মানববন্ধনে বক্তারা বলেন, খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১০ হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারনে ফসল থেকে বঞ্চিত হচ্ছে। এসব জমি থেকে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম চেউটিয়া নদী সংলগ্ন কালকি নামক স্লুইসগেটটি বন্ধ থাকায় লবনাক্ত পানি ফসলি জমিতে চলে যায়।
এছাড়া বর্ষাকালে বিলের জমি নদীতে নিষ্কাশিত হতে পারে না। এসব কারনে এই এলাকার কৃষকরা চাষের বদলে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অনেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। এসব সমস্যা সমাধান করে দ্রুত জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কিংকর মন্ডল, হিরন্ময় মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল, প্রদীপ চক্রবর্তী, গনেশ চন্দ্র বৈদ্য প্রমুখ।
আল / দীপ্ত সংবাদ