‘খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি এখন জীবন–মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন‘ বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম ‘গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার তার (খালেদা জিয়া) পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছি। চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বলেছেন। কিন্তু সরকার তা না করে বরং তারা বলছে যে অসুস্থতা নিয়ে আমরা রাজনীতি করছি। এর উত্তর দেয়ার ভাষা আমাদের কাছে নেই। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এর উত্তরটা এখন দিতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে, বেআইনিভাবে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে, তাদের (আওয়ামী লীগ) রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য একটি মিথ্যা মামলায় সাজা দেয়া হচ্ছে।’
লড়াই শুরু হয়ে গেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এক দিনে, দুই দিনে তো আর লড়াই শেষ হয় না। প্রতিপক্ষ খুন করতে দ্বিধা করে না, প্রতিপক্ষ গুম করতে দ্বিধা করে না, তারা রাষ্ট্রযন্ত্রকে হাতে নিয়ে নিয়েছে। আমি কোর্টে জানাই, সেখানে বিচার পাব না। আমি পুলিশের কাছে জানাই, সেখানেও অভিযোগ লেখা যাবে না। আমি কোথায় যাব? এ জন্য এই সরকারকে সরাতে হবে। সরকারকে সরিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
আফ/দীপ্ত নিউজ