সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের ৭ সদস্যের প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক ও সমবেদনা জানায়।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় সংগঠনের মহাসচিব আবদুস সালামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার স্মরণে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।
শোকবইয়ে স্বাক্ষর শেষে প্রতিনিধি দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেয়।
কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অঞ্জন চৌধুরী বলেন, খালেদা জিয়ার প্রয়াণে তাঁর পরিবারের প্রতি অ্যাটকো‘র পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে বিএনপি শোক কাটিয়ে উঠবে বলে আশা করি। মহাসচিবের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ হয়েছে। শোকবইয়ে স্বাক্ষর করেছি, কোনো বৈঠকে আসিনি, নিজেদের তাগিদে শোক জানাতে এসেছি।
এসএ