বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দুর্নীতির মামলায় খালেদা জিয়ার দণ্ড দিয়েছেন আদালত। তিনি সেই দণ্ড থেকে মুক্তি পাননি। মানবিক কারণে সরকার তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। তাহলে তার রাজনীতি করার প্রশ্ন আসে কোথা থেকে? দণ্ডিত একজন কয়েদি হিসেবে খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই।’
দলীয় প্রধানের রাজনীতিতে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য এখনও আসেনি। তারা বরাবরই বলে আসছে, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ মামলায় তাদের নেত্রীকে সাজা দেওয়া হয়েছে।
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে আরেক মামলায়ও তার সাজার রায় হয়।
কোভিড মহামারী শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৪ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় খালেদা জিয়াকে।
আল/দীপ্ত