মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে ৩ দিনের শোক ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, যথাযোগ্য ভাবগাম্ভীর্য বজায় রেখে মরহুমার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষ্যে এই শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শোক পালনকালে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।

শোক কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনারসহ বিভিন্ন স্মরণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More