শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
শনিবার, জানুয়ারি ৩, ২০২৬

খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে দোয়ার আয়োজন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মরহুম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে কুলখানি দোয়া মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে ফেনীর ফুলগাজীর শ্রীপুরের মজুমদার বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী১ আসনে খালেদা জিয়ার বিকল্প সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

এতে খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জহিরুল কাইয়ুম নান্টু, জাহিদ হোসেন মজুমদারসহ দলীয় নেতাকর্মী, খালেদা জিয়ার আত্মীয়স্বজনসহ জনসাধারণ অংশ নেয়।

এসময় ফেনী(ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনের প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, জীবন দিয়ে হলেও এ আসনটি দলকে উপহার দিব। এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে তার রেখে যাওয়া কাজকে এগিয়ে নিতে হবে। তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করে যেতে হবে।

কুলখানি আয়োজনের পূর্বে কুরআন তিলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার জীবনের নানা দিক আলোচনায় তুলে আনেন স্বজন ও নেতাকর্মীরা।

আলমামুন

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More