বিজ্ঞাপন
বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলায় টানা ৪ দিন পর মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর (রবিবার) পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করেছে জুম্ম ছাত্রজনতা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্রজনতামিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় আমাদের ৬ জনেরে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের কাছে ৮ দফা দাবি তুলে ধরে। যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেওয়া হয়।

জুম্ম ছাত্রজনতাপ্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী।

এছাড়া, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা অবহিত হয়েছি।

প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো।

৮ দফা দাবি যথাযথভাবে পূরণ করা না হলে পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জুম্ম ছাত্রজনতাঅন্যতম সংগঠক ছদক চাকমা বলেন, আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেছি। একই সঙ্গে দুর্গাপূজা উৎসবকে সম্মান জানিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমাদের দাবিগুলো সময়মতো বাস্তবায়ন না হলে আবারও কঠোর কর্মসূচি নিতে হবে।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্রজনতাডাকে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে খাগড়াছড়িতে টানা সকালসন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়ে আসছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More