খাগড়াছড়িতে বিএনপি–আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ২২ জন আহত হয়। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে শহরের শাপলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর মধ্যে আওয়ামী লীগের ১৫ জন জেলাসদরের সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
তবে, বিএনপি’র পক্ষ থেকে আহতের সংখ্যা পঞ্চাশের অধিক এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আহতের সংখ্যা ত্রিশের অধিক দাবি করা হয়েছে।
জেলা পুলিশের ডিআাইআইও (ওয়ান) আনোয়ার হোসেন আহত পুলিশের সংখ্যা কতো তা নিশ্চিত করতে পারেননি। এই ঘটনায় উভয়পক্ষ একে–অপরের ওপর দোষ চাপিয়েছেন। শহরে থমথমে অবস্থার পাশাপাশি যে কোন সময় আবারও সংঘাতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পৌরসভার গেইট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উন্নয়ন পদযাত্রার কর্মসূচির জন্য। এই সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র অনুসারীরা অতিক্রমকালে উভয়পক্ষের মধ্যে উচ্চবাচ্য থেকে বাগ–বিতন্ডা এবং পরে তা ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে পুলিশ ঘটনার শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করেছে।
আফ/দীপ্ত নিউজ