ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ‘আব্দালি ওয়েপন সিস্টেম’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্দাস মহড়া’র অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে। খবর এনডিটিভির।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের পক্ষ থেকে একটি ‘গুরুতর উসকানি’ বলে অভিহিত করেছে নয়াদিল্লি।
পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন ও গতিশীলতা পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা। এতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সামরিক শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীর প্রস্তুতির প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন।
ভারতের অভিযোগ, পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের বক্তব্যকে ভারত উসকানিমূলক বলছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ সম্প্রতি দাবি করেছিলেন, ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে। যদিও সেই সময়সীমা পেরিয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রীও সতর্ক করে বলেন, ‘যদি কিছু ঘটে, তা ২–৩ দিনের মধ্যেই ঘটবে।‘
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের বৈসারণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন এক নেপালি পর্যটক ও স্থানীয় এক ঘোড়সওয়ার। এ ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও বাড়ছে।