চুয়াডাঙ্গায় বিজিবি ট্রেনিং সেন্টার এন্ড কলেজ স্থাপনে অধিগ্রহন করা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা–৬ বিজিবির সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ৪০ জন ক্ষতিগ্রস্ত জমির মালিকের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। এর আগে ২০ জনের মধ্যে আরও প্রায় পৌঁনে দুই কোটি টাকার চেক বিতরণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈম মোহাম্মদ জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া প্রমুখ।
অতিথিরা বলেন, চুয়াডাঙ্গায় বিজিবি ট্রেনিং সেন্টার এন্ড কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। সারাদেশের মধ্যে এটি দ্বিতীয় বিজিবি ট্রেনিং সেন্টার। এই স্থাপনাটি গড়ে উঠলে বদলে যাবে চুয়াডাঙ্গার চিত্র, বাড়বে চুয়াডাঙ্গার মান–মর্যাদা। এ জন্য সাধারণ মানুষের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং এর উপযুক্ত মূল্য সরকার পরিশোধ করছে।
বিজিবির ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য চুয়াডাঙ্গার জাফরপুর–হায়দারপুর ছয় বিজিবির সদর দপ্তরের পাশে মোট ৮৫.৭৩ একর জায়গা অধিগ্রহন করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৯৪ কোটি টাকা। এই মূল্য চেকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।
জান্নাতুল আওলিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ