সিরাজগঞ্জের কাজিপুরে ক্লুলেস একটি হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তারসহ খুনের ঘটনার কারন তিনমাসেই উদঘাটন করেছে সিরাজগঞ্জ পিবিআই।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে পিবিআইয়ের কনফারেন্স রুমে ঘটনার বর্ণনা দেন পিবিআইয়ের পুলিশ সুপার মো: রেজাউল করিম।
পুলিশ সুপার জানান, চলতি বছরের ৭ এপ্রিল কাজিপুরের মাজনাবাড়ি আফাজ উদ্দিন হুদা (৬৬) নিখোঁজ হন। স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে ৯ এপ্রিল স্থানীয় একটি ভূট্টা ক্ষেতের মধ্যে তার গলিত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুপার আরও জানান,এ ঘটনায় তার ভাতিজা বাদী হয়ে কাজিপুর থানায় ১১ এপ্রিল অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে মামলা দায়ের করে। কিন্তু থানা পুলিশের তদন্তে তেমন কোন অগ্রগতি না হওয়ায় বাদীর আবেদনে মামলাটি পিবিআইয়ে স্থানান্তর হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: গোলাম কিবরিয়া তিনমাস গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সন্দিগ্ধ আসামী কাজিপুরের মাজনাবাড়ীর মোঃ বিপুল মিয়া, মোঃ শাহিন মিয়া, জামালপুর সরিষাবাড়ির মোঃ মোমিনুল ইসলাম কাজিপুর থানা ও সরিষাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করে পিবিআই। পরে তারা সকলেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
সিরাজুল ইসলাম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ