নীলফামারীর ডোমার জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৩ বছরের এক মাদ্র্যাসা ছাত্রীর গর্ভবর্তী হওয়ার ভুল রিপোর্ট দেওয়ার ঘটনায় ঘটেছে।
সোমবার (১২ জুন) বিকেলে ক্লিনিকটিতে পেটের ব্যথার চিকিৎসার নিতে গিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েছেন কিশোরী। আলট্রাসনোগ্রাফি ও ইউরিন পরীক্ষার পর এমন রিপোর্ট হাতে পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।
সন্দেহ হলে স্বজনরা অন্য দুটি ক্লিনিকে গিয়ে একই পরীক্ষা করে। সেখানে জানতে পারেন, কিশোরিটি অন্তঃসত্ত্বা নয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ডোমার জেনারেল ক্লিনিক অবরোধ করেন তারা।
বুধবার (১৪ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা.নাহিদা তাসনিম হিমি, মেডিকেল কর্মকর্তা ডা. কামরুল ইসলামসহ চার সদস্যবিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা.নাহিদা তাসনিম হিমি বলেন, ‘আমরা তদন্ত করেছি। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রায়হান বারী বলেন, কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইয়াছিন মোহাম্মদ সিথুন/এসএ/দীপ্ত নিউজ