সম্প্রতি এক যুবক এবং যুবতী ‘বৈশাখের বিকেল বেলায়‘ নামক একটি গানের তালে অসাধারণ ভঙ্গিমায় ডান্স পারফর্মের ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে। শাহ রিফ আট” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি পোস্ট করা হয়েছে এই নাচের ভিডিওটি।
কলেজের মধ্যে সেই সময় অফ ছিল ক্লাস। সেই সময়টা বেকার আড্ডা মেরে কিংবা ঘুরে বেরিয়ে না কাটিয়ে কিছুটা মনোরঞ্জন এর মাধ্যমে যদি কাটানো যায় তাহলে তো তার থেকে আর ভালো কিছু হয় না। সে কারণেই কলেজের অন্যান্য বন্ধু–বান্ধবীদের আনন্দ দেওয়ার জন্য ক্লাস রুমের মধ্যেই ডান্স করল এক যুবক এবং যুবতী।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ওই যুবকের পরনে রয়েছে একটি শার্ট এবং জিন্সের প্যান্ট। অন্যদিকে ওই যুবতী একটি শাড়ি পরেছে। খোলা চুলে বেশ ভালই লাগছিল তাকে। নেই কোনো মেকাপের বাহুল্য। কিংবা অতিরিক্ত কোন সাজপোশাক আর স্টেজ ব্যাকগ্রাউন্ড এর আয়োজন।
একেবারে ফাঁকা ক্লাসরুমের মধ্যে ডান্স করতে দেখা গেল এই যুবক এবং যুবতীকে। ক্লাসের মধ্যে বসে থাকা অন্যান্য ছাত্রছাত্রীরা তাদের নাচ দেখে রীতিমত হতভম্ব হয়ে যায়। বৈশাখের বিকেল বেলায় নামক গানের তালে কি অসাধারণ ভঙ্গিমায় তারা ডান্স পারফর্ম করল।
নাচের জন্য উপযুক্ত তালিম না নিলে এই ধরনের ডান্স করা কখনোই সম্ভব নয়। সে কথা সকলেরই জানা। তবুও এই যুবক এবং যুবতীর মধ্যে যে প্রতিভা রয়েছে তা সকলের নজর কেড়েছে।
ইতিমধ্যেই তাদেরই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ২.৫ কোটি দর্শক ভিডিওটি দেখে নিয়েছেন ইউটিউবে। ৬৬ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই তাদের নাচের প্রশংসায় পঞ্চমুখ।
আফ/দীপ্ত সংবাদ