ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরি, জেনসেনের হাফ সেঞ্চুরি এবং তাদের দুজনের ১৫১ রানের জুটিতে ৩৯৯ রানের পুঁজি পেয়েছে প্রোটিয়ারা। শেষ ১০ ওভারে ১৪৩ রান তুলেছে মার্করামের দল।
শনিবার (২১ অক্টোবর) ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রান এসেছে ক্লাসেনের ব্যাট থেকে।
ওপিনিংয়ে নেমে ডি কক দ্রুত ফিরলেও দলকে ভালো শুরু এনে দেন রেজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডুসেন। এই দুজনই দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরির। চারে নেমে এইডেন মার্করামও থিতু হয়ে ফিফটির পথে হাঁটছিলেন। তবে মাইলফলক ছোঁয়ার আগেই ফিরেছেন তিনি। ৪৪ বলে করেছেন ৪২ রান।
শেষ পর্যন্ত ক্লাসেনের ৬৭ বলে ১০৯ রান ও জানসেন ৪২ বলে অপরাজিত ৭৫ রানে ভর করে ৩৯৯ রানের বিশাল পাহাড় গড়ে প্রোটিয়ারা।
আল/ দীপ্ত সংবাদ