ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ৪–০ গোলে হারিয়ে এ গৌরব অর্জন করলো সিটিজেনরা।
এ জয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপের পর এই বছর পঞ্চম শিরোপা দিয়ে নিজেদের শোকেজ পূর্ন করলো সিটিজেনরা।
এই একটি শিরোপাই অধরা ছিলো ম্যানসিটির। গার্দিওয়ালার নেতৃত্বে এর আগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতে নেয় সিটিজেনরা। এবার বাকি থাকা ক্লাব শিরোপাটাও প্রথমবারের মতো নিজেদের ঝুলিতে তুলে নিলো আলভারেজ, জ্যাক গিরিলিসরা।
খেলা শুরুর ৪০ সেকেন্ডেই লিড নেয় ম্যান সিটি। থ্রো ইন থেকে পাওয়া বল মার্সেলোর ভুলে পেয়ে যায় নাথান আক। তার নেয়া শট ফ্লুুমিনেন্স প্রাচীর প্রহরী ফিরিয়ে দিলেও ফিরতি বলে বুকে লাগিয়ে জালের খোজ নিয়ে নেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন আলভারেজ।
বিরতির আগেই সিটি মিডফিল্ডার ফোডেনের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই আত্মঘাতি গোল দিয়ে বসেন ফ্লুমিনেন্সের অধিনায়ক নিনো।
এরপর আরও দুটি গোল দেয় গার্দিওয়ালার শিষ্যরা। ৭২ মিনিটে ফোডেন আর ৮৮ মিনিটে নিজের জোড়া পূরন করে নেন আলভারেজ। আর ম্যাচ সেরার তকমাটাও পায় এ আর্জেন্টাইন।
তবে এই নেপত্যের কারিগর গার্দিওয়ালা, যিনি বার্সেলোনার পর এবার ম্যানসিটিকে জিতালেন সম্ভাব্য সব শিরোপা।
এসএ/দীপ্ত নিউজ