বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ক্রেতাদের পছন্দের শীর্ষে নিওর আল্ট্রা হাইড্রেটিং ময়েশ্চারাইজার এসপিএফ ৪০ পিএ ++++

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শরৎকাল রোমান্টিক মানুষের প্রিয় ঋতু। তবে বৃষ্টি পছন্দ করেন নাএমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। বৃষ্টি আমাদের অনুভূতি জাগ্রত করে। আর এই মৌসুমি বৃষ্টির সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় আর সেই কারণেই আমাদের ত্বকে বেশ কিছু সমস্যা দেখা যায়। গ্রীষ্মের পর আবহাওয়ার পরিবর্তন এর সঙ্গে সঙ্গে আমাদের ত্বক সব সময় খাপ খাইয়ে নিতে পারে না। অনেকের ত্বক স্বাভাবিক উজ্জ্বলতাও হারিয়ে ফেলে। তাই ত্বক স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সারা বছর ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

মৌসুমি বৃষ্টির আর্দ্রতায় তৈলাক্ততা এবং ব্রেকআউট বাড়াতে পারে এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতাও কেড়ে নিতে পারে। আবার অনেকেই ভাবেন মেঘলা দিনে সানস্ক্রিন প্রয়োজন নেই। জেনে রাখা ভালো মেঘলা আকাশ থাকলেও ক্ষতিকারক ইউভি রশ্মি প্রবেশ করে ত্বকের ক্ষতির কারণ হতে পারে।

এই বৈচিত্র্যময় অবস্থায় একটি কার্যকরী উদ্ভাবনী পণ্য নিয়ে এসেছে নিওর বাই নিওর কসমেটিকস, এলএলসি, ইউএসএ’র নিওর আল্ট্রা হাইড্রেটিং ময়েশ্চারাইজার এসপিএফ ৪০ পিএ ++++। এই উদ্ভাবনে রয়েছে একের ভেতর দুই কার্যকারিতা– ‘ডিপ হাইড্রেশন’ এবং ‘সূর্য থেকে সুরক্ষা’। এটি বছরজুড়ে একটি আদর্শ সঙ্গীর মতন সাথে রাখা যায়। হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ, এই ডে ক্রিম দীর্ঘস্থায়ী আর্দ্রতার পাশাপাশি টোকোফেরল ত্বককে টানটান করে, ত্বকে একটি ইভেন টোন আনে। সোডিয়াম পিসিএ সতেজ এবং পুনরুজ্জীবিত চেহারার জন্য হাইড্রেশনে লক করে। এতে আছে সান প্রোটেকশন ফ্যাক্টর ৪০ পিএ ++++ ফলে আপনি ইউভিএ এবং ইউভিবি উভয় প্রকার অতি বেগুনি রশ্মি থেকে থাকবেন ব্যাপক আকারে সুরক্ষিত।

নিওর আল্ট্রা হাইড্রেটিং ময়েশ্চারাইজার বছরজুড়ে ব্যবহার করার মতন একটি প্রোডাক্ট যা ঋতুর পরিবর্তনের সঙ্গে আপনার ত্বকের প্রয়োজনের সঙ্গে মানিয়ে যায় সহজেই। এই হাইড্রেটিং ময়েশ্চারাইজারটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে, ঋতুর পরিবর্তনেও আপনার ত্বক থাকবে হাইড্রেটেড, পরিপুষ্ট এবং সুরক্ষিত। নিওর আল্ট্রা হাইড্রেটিং ময়েশ্চারাইজার এসপিএফ ৪০ পিএ ++++ পণ্যটি দেশব্যাপী সকল হারল্যান স্টোর, হারল্যান ডট কম, বিভিন্ন সুপারস্টোর এবং সারা দেশের নামিদামি সব কসমেটিকস শপগুলোতে পাওয়া যাচ্ছে।

দারুণ বৈচিত্র্যময় এবং উদ্ভাবনী এই পণ্যটি তৈরি হয়েছে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত নিওরের অত্যাধুনিক ফ্যাক্টরিতে। উত্তর আমেরিকা, ইউরোপ থেকে আমদানিকৃত প্রিমিয়াম কাঁচামাল ব্যবহার করে নিবিড় গবেষণা, পর্যবেক্ষণ এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে পণ্যটি। আবহাওয়ার পরিবর্তন এবং মানুষের ত্বকের ধরনের বিষয়গুলো মাথায় রেখে আধুনিক গবেষণাগারে এই পণ্যের ফর্মুলা তৈরি করা হয়েছে। নিত্য ব্যবহার্য স্কিনকেয়ার পণ্য আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই বদলের প্রয়োজন যেন না হয় এবং একই পণ্যের মাধ্যমে ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সারা বছর সরবরাহ করা সম্ভব হয় এমন ভাবনা থেকেই পণ্যটি বাজারে এনেছে নিওর কসমেটিকস।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More