সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নারী ফুটবল ও অনূর্ধ্ব–১৮ নারী হকি দলকে আর্থিক পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানে, দুই দলের হাতে চেক হস্তান্তর করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
গেলো ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, প্রথমবারের মতো মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে আফঈদা খন্দকারের দল।
ঐতিহাসিক অর্জনের পর ৭ জুলাই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন।
একই মাসে চীনের দাহজুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপ হকির নারী বিভাগে প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী হকি দল। তাদের জন্য উপদেষ্টা ঘোষণা করেছিলেন ২১ লাখ টাকার পুরস্কার।