ডিপিএলের গেলো আসরে বিতর্কিত আউটের ঘটনায় শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট।
গত আসরের ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে যখন শাইনপুকুর ক্রিকেট ক্লাব জয় থেকে মাত্র ছয় রান দূরে তখন ক্রিজে থাকা ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বিরের আউট নিয়ে তৈরি হয় সন্দেহ। এ ঘটনায় বিসিবির অ্যান্টি–করাপশন ইউনিট (আকু) তদন্ত শুরু করে এবং কয়েক মাস ধরে চলা অনুসন্ধান শেষে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পায়।
তদন্তের ফলস্বরূপ সাব্বিরের বিরুদ্ধে পাঁচ বছরের নিষেধাজ্ঞা সুপারিশ করা হয়। পাশাপাশি সব ধরনের খেলা থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।