৮
পটুয়াখালী বিভিন্ন জেলা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২৪ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
আক্রান্তদের মধ্যে বেশির ভাগই জেলার বাইরে থেকে ঘুরে আসা। আর গত ৬ মাসে ২৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭০ জন রোগী। আক্রান্তদের মধ্যে সব বয়সী নারী পুরুষ রয়েছে।
এদিকে জমানো পানি অপসারণসহ বাড়ির ঘর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন শহরে চলছে সচেতনতা মূলক মাইকিং।
মো.ইমরান/ শায়লা/ দীপ্ত নিউজ