যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ব্ল্যাক বিচের কাছে দুটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১১ মার্চ) রাতে অঙ্গরাজ্যের দক্ষিণ উপকূলে এ ঘটনা ঘটে।
উদ্ধারকর্মী ও স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মীদের দাবি, সন্দেহভাজন মানবপাচারকারীরা ওই দুই নৌকায় অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসছিলেন।
লাইফগার্ড প্রধান জেমস গার্টল্যান্ড বলেন, ‘স্প্যানিশ ভাষায় কথা বলে এমন একজন ব্যক্তি শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে জরুরি সেবা বিভাগে ফোন করে জানান, মেক্সিকো সীমান্ত থেকে অদূরে টরি পিনস সৈকতের কাছে দুটি ছোট ও খোলা নৌকা ডুবে গেছে। নৌকা দুটির একটিতে আটজন এবং অপর নৌকাটিতে ১৫ জন আরোহী রয়েছেন।’
মৃতদের উদ্ধারে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল। তবে ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।
জেমস গার্টল্যান্ড আরও বলেছেন, ‘আমরা আটটি প্রাণ হারালাম।’
সমুদ্রপথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসার সময় মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ক্যালিফোর্নিয়ায় বিশেষ করে সান দিয়েগোয় আমার দেখা এটি সবচেয়ে বড় ট্রাজেডি। ’
যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেই এলাকাকে বিপজ্জনক বলে বর্ণনা করেন এবং এর কারণ হিসেবে উল্টো স্রোতের কথা বলেন তিনি।
নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। এদিকে নৌকা দুটি কী কারণে ডুবেছে তাও জানা যায়নি।
অনু/দীপ্ত সংবাদ