বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ওয়েস্ট ইন্ডিজ বিদায় নেওয়ার পরে ওদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি সোশ্যাল মিডিয়ায় নিজের হতাশা প্রকাশ করেন। সেই সঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন। রিকি স্কেরিট ইঙ্গিত দিয়েছিলেন, ক্যারিবিয়ান দলের পারফর্ম্যান্সের ময়নাতদন্ত করা হবে এবং সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনেকটা অপ্রত্যাশিতভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন ব্যর্থতায় পদত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ নেওয়ার আগেই হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন ফিল সিমন্স। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফেই বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয় যে, পদত্যাগ করছেন সিমন্স।
বিদায় বেলায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সিমন্স, ‘আমি স্বীকার করছি এটা শুধু দলের নয়, আমাদের গর্বিত জাতির জন্যও কষ্টের। এটা হতাশার এবং হৃদয়ে আঘাত করার মতো। আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এখন আমাদের মাঠের বাইরে বসে থেকে একটা টুর্নামেন্ট দেখতে হবে। এটা অগ্রহণযোগ্য এবং এজন্য আমি আমাদের ভক্ত ও অনুসারীদের কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি।’