ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে প্যানেল ঘোষণা করলেও ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক‘ পদে কোন প্রার্থী দেয়নি ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘কোটা আন্দোলনের সময় ২০২৪ সালের ১৫ জুলাই বিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হামলায় গুরুতর আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তন্বী‘র সাহসিকতা ও ত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। তার প্রতি সম্মান জানাতে আমরা এই পদটি শূন্য রেখেছি।’
এছাড়া ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান জানান, জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করায় তার প্রতি সম্মান জানাতে এ পদটি শূন্য রাখা হয়েছে।